Logo
Logo
×

খেলা

সহ-অধিনায়ক মিরাজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে মিরাজের নেতৃত্বগুণ প্রশংসিত হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজ যাচ্ছেন দলের সহ-অধিনায়ক হয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সদ্যসমাপ্ত বিপিএলে মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তৃতীয় হয়।

বিসিবি জানায়, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক হিসাবে মনোনয়ন করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম