এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জাতীয় দলকে বহনকারী বিমান। এর আগে সকালে শিলং থেকে উড়াল দিয়ে কলকাতায় পৌঁছেন জাতীয় দলের ফুটবলাররা।
জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। সেখান থেকে ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্র আরও জানায়, আজ সকালে লন্ডনের বিমান ধরবেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডার। জাতীয় দলের বাকি ফুটবলাররাও আজ থেকে ছুটিতে চলে যাবেন।