আকরামের আশা, আবার ক্রিকেটে ফিরবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আকরাম খানকে কে যেন বলেছিলেন, তামিম আর নেই। ভেঙে পড়েছিলেন তিনি। সম্পর্কে আকরাম তামিমের চাচা। সোমবার বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হওয়া তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসার পর তার অবস্থা স্বাভাবিক আছে। খেতে পারছেন। এভারকেয়ারে বড় কেবিন নেওয়া হয়েছে। হাঁটাচলা করছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এভাবে আরও দু-তিন দিন থাকলে বাসায় ফিরে যাবেন। উন্নত চিকিৎসার জন্য পারিবারিক সিদ্ধান্তে তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। চাচা আকরাম খান কাল মিরপুর স্টেডিয়ামে বিষয়টি জানান। প্রায় অসম্ভব হলেও আকরাম মনে করছেন, আবার ক্রিকেটে ফিরবেন তামিম!
হাসপাতাল থেকে বলা হয়েছে, দ্রুত তামিমকে ছেড়ে দেওয়া হবে। তবে উন্নত চিকিৎসা, সেবা এবং রিহ্যাব প্রক্রিয়ার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে চায় পরিবার। এজন্য ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। সিঙ্গাপুরের ভিসা রয়েছে তার। থাইল্যান্ডের ভিসা করার প্রক্রিয়া চলছে। এ দুই দেশে তার যাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ওপর নির্ভর করছে তার বিদেশযাত্রা। আকরাম খান বলেন, ‘যখন খবর পেয়েছিলাম তখর তার অবস্থা খুবই খারাপ ছিল। আমি কল্পনাও করতে পারছি না। ভেঙে পড়েছিলাম। পরে জানতে পারি, তামিমকে রিং পরাতে নেওয়া হচ্ছে। শুনেই স্বস্তি ফিরে পাই। বুঝলাম, ও বেঁচে আছে।’ তিনি বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, তামিম যে জায়গা থেকে ফিরে এসেছে সেখান থেকে ফেরার সম্ভাবনা খুবই কম থাকে। আল্লাহর রহমতে ফিরে এসেছে। এখন সে পর্যবেক্ষণে রয়েছে। আরও দু-তিন দিন এরকম থাকলে বাসায় নিয়ে আসতে পারব। যে চিকিৎসা তার দরকার ছিল সেটা হয়ে গেছে। তবে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে যত দ্রুত সম্ভব তাকে নিয়ে দেশের বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাব। কোনো দুশ্চিন্তা রাখতে চাই না।’
এদিকে এই অবস্থা থেকে তামিমের মাঠে ফেরা কঠিন। আকরাম খানের ধারণা, তামিম আবারও খেলতে পারবে। তিনি বলেন, ‘অনেকেই তো রিং নিয়েও খেলছেন। এটা নির্ভর করে তার জীবন-যাপনের ওপর। তামিমের সামর্থ্য ও মানসিক দৃঢ়তায় হয়তো খেলতে সমস্যা হবে না তার।’ কাল এভারকেয়ারে তামিমকে দেখতে যান তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘তামিমকে নিয়ে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, পানিশূন্যতা ও ঠিকমতো ঘুম না হওয়ার কারণে হয়তো তামিমের এমনটা হয়েছে।’ বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানালেন, তামিমের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বিসিবি।