Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনা বিধ্বস্ত ব্রাজিল

আর্জেন্টিনা ৪, ১ ব্রাজিল

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়ে সুপার ক্লাসিকোর আবহ অগ্নিগর্ভ করে তুলেছিলেন রাফিনিয়া। কিন্তু সতীর্থদের তাতাতে যে আগুন জ্বেলেছিলেন বার্সেলোনা তারকা, তাতে পুড়ল তার দল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটার উপলক্ষ্য আর্জেন্টিনা উদযাপন করল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। মঙ্গলবার রাতে বলিভিয়া-উরুগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় মাঠে নামার আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই খুশিতে লিওনেল স্কালোনির দল এতটাই উজ্জীবিত ছিল যে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে কাল সকালে হতশ্রী ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে চূর্ণ হওয়ার পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে চার গোল হজম করল সেলেকাওরা। মেসি, মার্তিনেজ ও দিবালাবিহীন আর্জেন্টিনার কাছে এভাবে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস।

রাফিনিয়ার অপরিণামদর্শী হুঙ্কারের জবাবে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল করে ব্রাজিলকে ম্যাচ থেকে ছিটকে দেয় আর্জেন্টিনা। চার মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে অতিথিদের বুকে প্রথম ছুরি চালান হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ফের ব্রাজিলের জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। ২৬ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোর ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রাজিলের মাথিয়াস কুনিয়া। কিন্তু ব্যবধান কমলেও আর্জেন্টিনার দাপট কমেনি। ৩৭ মিনিটে ফার্নান্দেজের মাপা পাসে চোখ ধাঁধানো ভলিতে ব্যবধান ৩-১ করেন ম্যাক অ্যালিস্টার। বদলি হিসাবে নেমে ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনে। ভাগ্য সহায় হলে আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সবচেয়ে বড় হারে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ব্রাজিল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার আর পয়েন্টের হিসাব কষার দরকার নেই। বিশ্বকাপের ট্রেন মিসের তেমন শঙ্কা না থাকলেও ব্রাজিলে কোচ দরিভাল জুনিয়ারকে ছাঁটাইয়ের দাবি উঠেছে। আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর কোনো অজুহাত না দেখিয়ে দরিভাল মেনে নিয়েছেন, ‘যা ঘটেছে তাতে স্বীকার করতেই হবে যে আমাদের পর্যুদস্ত করে যোগ্যতর দর হিসাবে জিতেছে আর্জেন্টিনা।’ কোচের পাশে দাঁড়িয়ে অধিনায়ক মার্কিনিয়োস বলেছেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। ক্ষমা প্রার্থনা করছি। এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আমাদের নিশ্চিত করতে হবে, এমন কিছু যেন আর না ঘটে।’

এদিকে দাপুটে জয়ের খুশিতে রাফিনিয়াকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এমন কথা বলার দরকার নেই। তবে আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। এটা দলীয় খেলা। আমরা দল হিসাবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি।’ কোচের মতো এতটাই বিনয়ী হন আলভারেজ, ‘আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি। ব্রাজিলকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম