Logo
Logo
×

খেলা

সামিত সোমের পর কিউবা মিচেল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর দুর্দান্ত অভিষেকের পর ধীরে ধীরে আগ্রহ বাড়ছে আরও প্রবাসী ফুটবলারদের। লাল-সবুজের জার্সিতে খেলতে অপেক্ষা করছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম। এছাড়া সম্প্রতি বাংলাদেশ দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডে খেলা কিউবা মিচেল। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সামিত সোম বাফুফের কাছে আগ্রহ প্রকাশ করেন। বাফুফে এরই মধ্যে সামিতের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম। তার কথা, ‘আমরা আজ (রোববার) সামিতের জন্মনিবন্ধন সনদ পেয়েছি। তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডার বাংলাদেশ হাইকমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করব।’ কানাডায় বাংলাদেশ হাইকমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। জন্মনিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদনের সময়। এদিকে কাল আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন। আলোচনার ভিত্তিতে আনুষ্ঠাকিভাবে ইমেইল বার্তা পাঠান। ফিরতি মেইলে কিউবা মিচেলের এজেন্ট বেন মারকল জানিয়েছেন, ‘জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী কিউবা।’ বাংলাদেশের জার্সিতে খেলতে হলে পরবর্তী ধাপগুলো এবং জাতীয় দলে খেললে কী ধরনের আর্থিক সুযোগ-সুবিধা দেওয়া হবে সেই বিষয়গুলো জানতে চেয়েছেন কিউবার এজেন্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম