সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে না এ বছর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে না এ বছর। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর বসবে ২০২৬ সালে। তবে আগামী বছর কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, তা জানানো হয়নি। এ বছর জুন-জুলাইয়ে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল শ্রীলংকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। সাফের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে, সফলতার সঙ্গে আয়োজন করার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই সাফ সিদ্ধান্ত নিয়েছে ২০২৬ সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার। তবে সদস্য দেশগুলোকে এখনো জানায়নি তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গণমাধ্যম এবং সাফের ওয়েবসাইটে দেখেছি। আনুষ্ঠানিকভাবে সাফ থেকে কিছু জানানো হয়নি। আমাদের পরিকল্পনা ছিল জুনে সাফে খেলব আমরা।’ ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বকাপের বছরে সাফ আয়োজন করা সম্ভব কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও সাফের ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বকাপের আমেজে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা আয়োজন করতে চায় তারা।
