|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপার দৌড়ে বাকি চার দল ছিটকে গেছে। টিকে রয়েছে শুধু আবাহনী ও মোহামেডান। সমান ১৪টি করে ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে আবাহনী। মোহামেডানের পয়েন্ট ২২। ছিটকে গেলেও গাজী গ্রুপ ক্রিকেটার্স চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আজ বড় প্রভাব ফেলতে পারে। আজ মিরপুরে মোহামেডানকে যদি হারিয়ে দেয় গাজী গ্রুপ এবং বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে যদি জিতে যায় আবাহনী, তাহলে আর কোনো উত্তেজনা থাকবে না লিগে। সেক্ষেত্রে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর। আবার যদি আবাহনী হেরে যায় এবং মোহামেডান জিতে যায়, কিংবা দুদলই হারে বা দুদলই জিতে যায়, তাহলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে। এরকমটা হলে আবাহনী ও মোহামেডানের শেষ লড়াইয়ে শিরোপা নির্ধারণ হবে। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। তবে শিরোপার লড়াইয়ের চেয়ে ঢাকা লিগে এখন বিতর্ক মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে। সেদিকেই নজর সবার। একই সঙ্গে লিগের নিয়ম রক্ষার ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে আজ অগ্রণী ব্যাংক ও গুলশান ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে।
