Logo
Logo
×

খেলা

বিতর্কে ফারুক, বিসিবির ব্যাখ্যা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বিতর্কে জড়িয়েছেন। বিসিবির এফডিআরের বিপুল অঙ্কের অর্থ অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ায় প্রশ্ন উঠেছে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো নারায়ণগঞ্জের চিহ্নিত হত্যাকারী এস রানার সঙ্গে ফারুকের সখ্য নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। জনতা ব্যাংকে ১৩১ কোটি এবং আইএফআইসি ব্যাংকে ২০ কোটি টাকা রেখেছিল বিসিবির সাবেক কমিটি। এ দুটি ব্যাংক ছিল বেক্সিমকো গ্রুপের নিয়ন্ত্রণে। এই গ্রুপটি দুই ব্যাংক থেকে ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। বিসিবি নিয়ন্ত্রিত হতো বেক্সিমকো গ্রুপ থেকে। নিজেদের স্বার্থে বিসিবির ১৫১ কোটি টাকা এ দুই ব্যাংকে রেখেছিল আগের কমিটি। বর্তমান সভাপতি ফারুক আহমেদের কমিটির এক পরিচালক যুগান্তরকে জানিয়েছেন, বেক্সিমকোর স্বার্থসংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে এবং বেশি মুনাফার আশায় গ্রিন ও ইয়োলো তালিকায় নিরাপদ ব্যাংকে টাকা স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় কমিটি। কাল বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। এমন উদ্যোগের কারণে স্থায়ী আমানত থেকে বোর্ডের মুনাফা বেড়েছে।

এ বিষয়ে কাল যুগান্তরকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাকে নিয়ে কয়েকটি মিডিয়া মিথ্যাচার করেছে। বেশি মুনাফার আশায় বিসিবি টাকাগুলো স্থানান্তরিত করেছে শুধু। রেড ব্যাংক থেকে গ্রিন ও ইয়োলো ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে। আর এসব ট্রান্সফারে আমার কোনো স্বাক্ষরও থাকে না।’ এরপর বিকালে বিসিবি জানায়, ভুলভালভাবে তথ্য উপস্থাপন করে বিসিবি সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম