শেষ বলে জিতে সাদা কালোদের স্বপ্ন সজীব
শেষ বলে মিডঅনে ঠেলে দিয়ে এক রান নিয়েই মোহামেডানকে জিতিয়ে নাসুমের দৌড় ড্রেসিংরুমের দিকে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেষ ওভারে জেতার জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ১২ রান। সেটি হয়ে যায় শেষ দুই বলে সাত রান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার শেখ পারভেজের শেষ ওভারের পঞ্চম বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান নাসুম আহমেদ। স্কোর টাই। শেষ বলে মিডঅনে ঠেলে দিয়ে এক রান নিয়েই মোহামেডানকে জিতিয়ে নাসুমের দৌড় ড্রেসিংরুমের দিকে। শনিবার মিরপুরে শেষ বলে মোহামেডানের চার উইকেটের জয়ের শিরোপার লড়াই এসে ঠেকল ‘ফাইনালে’। মঙ্গলবার মিরপুরে আবাহনী ও মোহামেডানের শেষ রাউন্ডের ম্যাচটি এখন ‘ফাইনাল’।
একইদিন বিকেএসপির চার নম্বর মাঠে সাত উইকেটে জয়ী হয় আবাহনী। বিকেএসপির তিন নম্বর মাঠে ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে (১২৩) গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৩৭ রানের বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। বিকেএসপিতে ম্যাচ জিতে আবাহনী অপেক্ষায় ছিল মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচের দিকে। মোহামেডান হারলেই চ্যাম্পিয়ন হয়ে যেত আবাহনী। এমনকি ম্যাচ ‘টাই’ হলেও।
মিরপুরে ম্যাচ শেষে প্রেস বক্সে সাংবাদিকরা একমত, এটাই হয়তো এবার ঢাকা লিগের সেরা ম্যাচ। তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে মোহামেডানের সমালোচনা কম হয়নি।
কাল মোহামেডান অধিনায়ক হৃদয়ের অবদান ৫৪ বলে ৩৭ রান। এদিকে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের শেষ ওভার হলো পাঁচ বলের! এ নিয়ে নতুন সমালোচনা। ধারণা করা হচ্ছে, গাজীর এনামুল হক বিজয়কে জাতীয় দলে নেওয়ার আসল কারণ মোহামেডানের বিপক্ষে যেন তিনি না খেলতে পারেন।
প্রথমে ব্যাট করতে নেমে মুনিম শাহরিয়ারের ৮০ রানের দরুন ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৩৬ রান করে। মোস্তাফিজ ও সাইফউদ্দিন তিনটি করে উইকেট নেন। স্পিন সহায়ক উইকেটে এই রান তাড়া করতে নেমে মোহামেডান শেষ বলে কষ্টের জয় পায়। রনি তালুকদার ৫৫, মাহমুদউল্লাহ ৪৯ এবং সাইফউদ্দিন ৫৫ বলে ৩০* রান করেন। মোহামেডানের জয়ের নায়ক নাসুম ১৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা সাইফউদ্দিন।
এদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ আগে ব্যাট করে মোসাদ্দেক হোসেনের চার উইকেটে মাত্র ২২৫ রান করতে পারে। জবাবে পারভেজ হোসেন (৭৩) ও জিসান আলমের (৬৩) হাফ সেঞ্চুরিতে ৭৫ বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নেয় আবাহনী। নিয়মরক্ষার আরেক ম্যাচে ইমরানুজ্জামানের (১২৩) সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংক ৩৪০ রানের পাহাড় গড়ে। জবাবে ২০৩ রানে অলআউট হয় গুলশান ক্লাব।
