জাতীয় দলের নয়জন খেলোয়াড় নিয়ে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক মাস আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন মুহাম্মদ আব্বাস। ২১ বছর বয়সি এই অলরাউন্ডার এবার বাংলাদেশে আসছেন নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে। আসন্ন বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিরিজের প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে আছেন মোস্তাফিজুর রহমানসহ জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। সোমবার নিউজিল্যান্ডও হাঁটল একই পথে। পুরো সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের নিউজিল্যান্ড ‘এ’ দলে আছেন বিভিন্ন সময় জাতীয় দলে খেলা নয় ক্রিকেটার।
আব্বাস ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়ানো কিপার-ব্যাটার মিচেল হে, ব্যাটার রিস মারিউ, নিক কেলি, পেসার জ্যাক ফোকস, বেন লিস্টার, স্পিনার আদিত্য অশোক, অলরাউন্ডার জশ ক্লার্কসন ও ম্যাট বয়েল আছেন বাংলাদেশ সফরের দলে। সাদা বলের সিরিজে নিক কেলি ও লাল বলের সিরিজে জো কার্টার নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ড ‘এ’ দলকে। ৫, ৭ ও ১০ মে তিনটি একদিনের ম্যাচের পর প্রথম চারদিনের ম্যাচটিও সিলেটে, শুরু হবে ১৪ মে। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু ২১ মে।
