তাইজুল পঞ্চমে দাঁড়িয়ে জাদেজাকে ছাড়িয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচে ১৬। মানে, লাল বলের ক্রিকেটে এই নিয়ে ১৬ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের প্রথমদিন তার ঝুলিতে জমা হলো পাঁচ উইকেট। রান দিলেন ৬০। সোমবার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনের শেষ সেশনে জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়ের মূলে তাইজুলের ঘূর্ণি ভেলকি। নিকোলাস ওয়েলচকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট পেয়ে যান তাইজুল। টেস্ট ক্রিকেটে নিজের ১৬তম ফাইফারে তাইজুল তালিকায় এখন বাঁ-হাতি স্পিনারদের মধ্যে টেস্ট ইতিহাসে পঞ্চম। এই কীর্তির সুবাদে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের রবীন্দ্র জাদেজাকে। ৮০ টেস্টে ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন জাদেজা। তাইজুল তাকে পেছনে ফেললেন মাত্র ৫৩ টেস্ট খেলেই। তাইজুলের উপরে আছেন ইংল্যান্ডের প্রয়াত স্পিনার ডেরেক আন্ডারউড। সর্বকালের সেরা বাঁ-হাতি স্পিনারদের একজন বলে বিবেচিত ইংলিশ কিংবদন্তি ‘ডেডলি’ নামে খ্যাত আন্ডারউড ৮৬ টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার।
তাইজুলের ভাবনায় এখন থাকতেই পারেন সাকিব আল হাসান। তাকে স্পর্শ করার বাসনা পোষণ করতেই পারেন তাইজুল। ৭১ টেস্ট খেলে ১৯ বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। সাকিবের চেয়ে খানিকটা উপরে ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের এই সাবেক স্পিনার ২০ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১১৩ টেস্টে।
শ্রীলংকার রঙ্গনা হেরাথ আপাতত সবার ধরাছোঁয়ার বাইরে। ৯৩ টেস্ট খেলে ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই সাবেক স্পিন বোলিং কোচ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তিতেও সাকিবের আরেকটু কাছে এগিয়েছেন তাইজুল। ২৪৬ উইকেট নিয়ে থমকে আছে সাকিবের ক্যারিয়ার। তাইজুলের শিকার এখন ২২৪টি। অর্থাৎ, আর ২২ উইকেট নিলে তাইজুল ধরে ফেলবেন সাকিবকে। ২৩ উইকেট পেলে ছাড়িয়ে যাবেন তাকে।
স্কোর কার্ড
জিম্বাবুয়ে প্রথম ইনিংস
রান বল ৪ ৬
বেনেট ক জাকের ব তানজিম ২১ ৩৩ ৫ ০
কারেন ব তাইজুল ২১ ৫০ ২ ১
ওয়েলচ ব তাইজুল ৫৪ ১৩৩ ৩ ২
উইলিয়ামস ক তানজিম ব নাঈম ৬৭ ১৬৬ ৭ ১
আরভিন ক জাকের ব নাঈম ৫ ৩১ ১ ০
মাধেভেরে ক জাকের ব তাইজুল ১৫ ৩২ ২ ০
সিগা ব্যাটিং ১৮ ৫৯ ২ ০
মাসাকাদজা এলবিডব্লু ব তাইজুল ৬ ৯ ০ ১
এনগারাভা ব তাইজুল ০ ১ ০ ০
মাসেকিসা রানআউট ৮ ১৪ ১ ০
মুজারাবানি ব্যাটিং ২ ১৫ ০ ০
অতিরিক্ত ১০
মোট (৯ উইকেটে, ৯০ ওভারে) ২২৭
উইকেট পতন : ১/৪১, ২/৭২, ৩/১৭৭, ৪/১৭৮, ৫/২০০, ৬/২০৬, ৭/২০৬, ৮/২১৬, ৯/২১৭।
বোলিং : হাসান মাহমুদ ১০-৩-২৪-০, তানজিম হাসান ১০-০-৪৯-১, মেহেদী হাসান মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ইসলাম ২৭-৬-৬০-৫, নাঈম হাসান ২০-৯-৪২-২, মুমিনুল হক ২-০-২-০।
