Logo
Logo
×

খেলা

পহেলগাঁও কাণ্ডের মাঝে বাংলাদেশের পাকিস্তান সফরসূচি ঘোষণা

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটকের নিহত হওয়ার ঘটনায় যুদ্ধের দামামা বেজে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। চিরবৈরী দুই পড়শি দেশ শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বাংলাদেশের। এর মধ্যেই বুধবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসিরি ভবিষ্যৎ সফরসূচিতে এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ ছিল। সূচিতে পরিবর্তন আনার ব্যাখ্যায় পিসিবি জানিয়েছে, আগামী বছর টি ২০ বিশ্বকাপ। তাই দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বাড়ানো হয়েছে দুটি টি ২০ ম্যাচ। সব ঠিক থাকলে দুই সপ্তাহের সফরে আগামী ২১ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে ২৫ ও ২৭ মে প্রথম দুটি টি ২০। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। ২০০৮ সালের এপ্রিলে এই ভেন্যুতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচেও (ওয়ানডে) পাকিস্তানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ তিনটি টি ২০ ম্যাচ ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশের পাকিস্তান সফরসূচি

২৫ মে : প্রথম টি ২০ (ফয়সালাবাদ)

২৭ মে : দ্বিতীয় টি ২০ (ফয়সালাবাদ)

৩০ মে : তৃতীয় টি ২০ (লাহোর)

১ জুন : চতুর্থ টি ২০ (লাহোর)

৩ জুন : পঞ্চম টি ২০ (লাহোর)

(সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম