Logo
Logo
×

খেলা

চট্টগ্রামে জয়ের নেপথ্যে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের মাটিতে টানা ছয় টেস্টে হারার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। সেঞ্চুরির পর পাঁচ উইকেট নিয়ে স্বস্তির এই জয়ে সবচেয়ে বড় অবদান ম্যাচ ও সিরিজসেরা মেহেদী হাসান মিরাজের। ম্যাচে নয় উইকেট নেওয়া তাইজুল ইসলাম ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ওপেনার সাদমান ইসলামের অবদানও কম নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য পুরো দলকে কৃতিত্ব দিলেন। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটের বিব্রতকর হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর জন্য দল যে পরিশ্রম করেছে, তাতেই বেশি তৃপ্ত নাজমুল।

দেশের মাটিতে ১৭ মাস পর টেস্ট জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অসাধারণ পারফরম্যান্স। এই টেস্টের আগে আমাদের পরিশ্রম ও প্রচেষ্টা আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে। আমার মনে হয় না যে, খুব বেশি চাপ ছিল। সিলেটে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ঠিকঠাক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু বিশ্বাস ছিল, চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে পারব। এখানে আমাদের ওপেনাররা দারুণ সপ্রতিভ ছিল। আশা করি, এটা তারা ধরে রাখবে।’

খরা কাটানো জয়ে অধিনায়কের চেয়েও বেশি উচ্ছ্বসিত জয়ের নায়ক মিরাজ, ‘খুবই ভালো লাগছে। প্রথম টেস্টে হারার পর সিরিজ বাঁচাতে জিততেই হতো আমাদের। চট্টগ্রামে জয়ের জন্য মুখিয়ে ছিল পুরো দল। কৃতিত্ব দিতে হবে আমাদের বোলারদের।

তাইজুল দারুণ সমর্থন দিয়েছে আমাকে। পেসাররা লড়াকু মানসিকতা দেখিয়েছে এবং শেষদিকে রান বাড়াতে সহায়তা করেছে। মুশফিক ভাই প্রায় ২০ বছর জাতীয় দলে খেলছেন। মুমিনুল, শান্ত ও আমিও অনেকদিন খেলছি। দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। তাদের অভিজ্ঞতা ভালো করার জন্য দারুণ সহায়ক।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম