Logo
Logo
×

খেলা

লর্ডসে ফাইনাল, ২৪ দিনে ১২ দলের ৩৩ ম্যাচ

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৬ নারী টি ২০ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ফাইনাল হবে ইংল্যান্ডের ক্রিকেট তীর্থ লর্ডসে। ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে ১২ দল, ২৪ দিন ও ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মেয়েদের টি ২০ বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে আগামী বছরের ১২ জুন। ৫ জুলাইন লর্ডসে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। লর্ডসের পাশাপাশি খেলা হবে এজবাস্টন, হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, হ্যাম্পশায়ার, দ্য ওভাল ও ব্রিস্টলে। এর আগে ২০১৭ নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও হয়েছিল লর্ডসে।

মেয়েদের টি ২০ বিশ্বকাপে দলের সংখ্যা এবার দুটি বাড়ানো হয়েছে। গত বছর ১০ দলের নবম আসর বসার কথা ছিল বাংলাদেশে। পরিবর্তিত পরিস্থিতিতে শেষ মুহূর্তে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরে গেলেও বিশ্বকাপে সরাসরি খেলেছে বাংলাদেশ। এবার বাছাই পেরোতে হবে নিগার সুলতানাদের। গত আসরের পারফরম্যান্স ও র‌্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৬ নারী টি ২০ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলংকা। বাকি চার দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ১২ দল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেসিফাইনালে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইসিসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম