Logo
Logo
×

খেলা

শ্রীলংকায় বড় জয় যুব দলের

আবরারের সেঞ্চুরি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীলংকা সফরে যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করেছেন জাওয়াদ আবরার। সফরকারীরা আট উইকেটে ৩৩৬ রানের বড় স্কোর দাঁড় করায়। ৮২ রান আসে রিজান হোসেনের ব্যাট থেকে। জবাবে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ যুবদল জেতে ১৪৬ রানের বড় ব্যবধানে।

টানা তিন জয়ে সিরিজে ৩-১ এ এগিয়ে গেল বাংলাদেশ।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শনিবার ১৪ চার ও তিন ছক্কায় ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন আবরার। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার তিনি। ওপেন করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন তার আগে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান। শ্রীলংকায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৬ রান করেছিলেন আবরার। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে শতরান আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসানের, তিনটি এনামুল হকের।

জাওয়াদ ফিফটি স্পর্শ করেন ৪৫ বলে। পরের ৫০ করতে খেলেছেন ৬০ বল। রিজান ৭৭ বলে ৮২। শেষদিকে সামিউন বাশির আট বলে ২৩ এবং আল ফাহাদ পাঁচ বলে ১৯* রান করেন। নাশিথ নিমসারা তিন উইকেট নেন। জবাবে স্বাগতিক দলের ভিমাথ দিনসারা ৬৬ রান করলেও বাকিরা কেউ বড় স্কোর করতে পারেননি। ৩৮.৪ ওভারে অলআউট হয় তারা। আল ফাহাদ তিন উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৩৬/৮, ৫০ ওভারে

(জাওয়াদ আবরার ১১৩, আজিজুল হাকিম ২৩

রিজান হোসেন ৮২, মোহাম্মদ আবদুল্লাহ ৩২, সামিউন বাশির ২৩।

রাসিথ নিমসারা ৩/৯৬, থারুসা নাভদ্য ২/৪৫)।

শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল ১৯০/১০, ৩৮.৪ ওভারে

(চামিকা হেনাতিগালা ৩০, বিমাথ দিনসারা ৬৬, রাসিথ নিমসারা ৩৯। আল ফাহাদ ৩/৪১, সানজিদ মজুমদার ২/৫৯, আজিজুল হাকিম ২/৭)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৬ রানে জয়ী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম