‘যোগ্যদের নির্বাচিত করুন বিসিবিতে’
তামিম ইকবালের আহ্বান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ হলো। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে বিএনপি ঘরানার সাবেক খেলোয়াড় ও সংগঠক কাম রাজনীতিবিদদের উদ্যোগে এই নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, হকির সাবেক খেলোয়াড়দের মিলনমেলা বসেছিল। অনুষ্ঠানে বক্তব্য রেখে সংগঠকের নতুন ভূমিকায় আত্মপ্রকাশের আভাস দিলেন তামিম ইকবাল। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে গত ২৪ মার্চ বিকেএসপিতে মোহামেডানের ম্যাচের দিন অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হন। এতে তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও শেষ বলে ধারণা ক্রিকেট সংশ্লিষ্টদের।
কাল তামিম বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেছেন বিসিবির নির্বাচন নিয়ে।
তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সব কিছুর সঙ্গে।’ আর কয়েক মাস পর বিসিবির নির্বাচনে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার তাগিদ দিয়ে তামিম বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা কিংবা বিভাগ থেকে হোক...যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে, আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরকেই নির্বাচিত করুন।’ বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে, তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’
