Logo
Logo
×

খেলা

সিলেটে আজ ‘এ’ দলের প্রথম ম্যাচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ‘এ’ দলে থাকা ক্রিকেটারদের মধ্যে পেসার রেজাউর রহমান রাজা ছাড়া সবাই জাতীয় দলে খেলেছেন। সিরিজ নিয়ে রোববার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘অবশ্যই জাতীয় দলে জায়গা করার জন্য এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সবাই চেষ্টা করবে নিজের জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে বলব আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’

এই সিরিজে অনেক ক্রিকেটারের দিকে জাতীয় দলের নির্বাচকদেরও নজর থাকবে। সিরিজ দেখতে সিলেটে ছুটে গেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। নুরুল হাসান বলেন, ‘আমাদের কাজ মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’ নিউজিল্যান্ড ‘এ’ দলের অন্তত নয়জন ক্রিকেটারের অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। তবে আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকলেও তারা খুব বেশি অভিজ্ঞ নন। তিনিটি ওয়ানডে ছাড়াও দুদল দুটি চারদিনের ম্যাচ খেলবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম