Logo
Logo
×

খেলা

প্রথমদিনের অনুশীলনে পাঁচজন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য আগেরদিন বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সোমবার শুরু হয়েছে অনুশীলন। প্রথমদিন সবার আগে মাঠে আসেন নতুন টি ২০ অধিনায়ক লিটন দাস। রানিং ও জিম করে অনুশীলন সারেন। ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হয়নি লিটনের। তিনি পুরোপুরি ফিট হওয়ার পর্যায়ে থাকলেও ডান হাতের বুড়ো আঙুলে এখনো ব্যান্ডেজ রয়েছে। ইনজুরির কারণে এই সফরে সেই তাসকিন আহমেদ। সাবেক ক্রিকেটার ও বিসিবির কোচ তারেক আজিজ খান জানালেন, ক্রিকেটারদের প্রতি আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে তাদের এগিয়ে যাওয়ার ইকো সিস্টেম পরিপূর্ণ হতে হবে।’

আইসিসির লেভেল-থ্রি কোচিংয়ের জন্য মনোনীত হয়েছেন সাবেক পেসার তারেক। তিনি বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশ দলের ক্রিকেটারদের, বিশেষ করে পেসারদের যত্ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পেস বোলিং ইউনিট অনেক বেশি সচেতন। তবে নিজেদের ফিট রাখার জন্য সতর্ক থাকতে হবে খেলোয়াড়দের। কাকে কোথায় কীভাবে, কখন খেলাতে হবে এটা গুরুত্বপূর্ণ। এসব যারা দেখাশোনা করেন, তাদের অনেক দায়িত্ব। ফিজিও, ট্রেনারদের ভূমিকা অনেক বেশি।’ তিনি বলেন, ‘আমাদের মেডিকেল বিভাগ আনাড়ি। তাদের জন্য বিভিন্ন সময় আমরা ইনজুরির কারণে অনেককে হারিয়েছি। খেলোয়াড়দের দিকে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। যে ইকো সিস্টেমে বেড়ে ওঠার দরকার সেখানে বড় গ্যাপ রয়ে গেছে।’ কাল অনুশীলনে ছিলেন পাঁচজন-লিটন, তানজিম হাসান, তানজিদ হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। প্রথমদিনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্পিন বিভাগের সোহেল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম