|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কার জেতা মেহেদী হাসান মিরাজের সামনে এবার আরও বড় স্বীকৃতির হাতছানি। সোমবার এই প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মিরাজের দুই প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।
১-১ সমতায় শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান করার পাশাপাশি মাত্র ১১.৮৬ গড়ে ১৫ উইকেট নেন মিরাজ। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে হারলেও অফ-স্পিনে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন তিনি। টেস্টে এটি তার তৃতীয় ১০ উইকেট। বাংলাদেশের আর কোনো বোলারের নেই এই কীর্তি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ জেতে ইনিংস ব্যবধানে। এবার সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন মিরাজ। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। এমন জাদুকরী পারফরম্যান্সের মাসসেরার লড়াইয়ে মিরাজই এগিয়ে। একই সিরিজে দুই টেস্টে ১০ উইকেট নেন মুজারাবানি। সিলেট টেস্টে জিম্বাবুয়ের জয়ে বড় ভূমিকা ছিল তার নয় উইকেটের। অন্যদিকে গত মাসে পাকিস্তানের বিপক্ষে খেলা দুই ওয়ানডেতেই পাঁচটি করে উইকেট নেন কিউই পেসার বেন সিয়ার্স।
