‘ছোট’ কিউইদের পাঁচ শূন্য
বাংলাদেশ ‘এ’ দলের শুরু বড় জয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিউজিল্যান্ড ‘এ’ দলের পাঁচজন ব্যাটসম্যান কোনো রান না করেই আউট। পাঁচ শূন্য সত্ত্বেও টসজয়ী সফরকারীরা যে শেষাবধি ১৪৭ পর্যন্ত পৌঁছে, তার কৃতিত্ব দুজনের। ওপেনার রাইস মারিউর ৪২ এবং আটে ব্যাট করতে নামা ডিন ফক্সক্রফটের ফিফটি (৬৪ বলে ৭২)। ‘ছোট’ কিউইদের এই খুদে সংগ্রহ দেখেই বোঝা যায়, বড় জয়ের মঞ্চ তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বেসরকারি ওয়ানডেতে ১৩৬ বল ও সাত উইকেট হাতে রেখে বাংলাদেশ ‘এ’ দলের জয় তাই প্রত্যাশিত।
৫০ ওভারের ম্যাচে দুদল মিলে ব্যাটিং করল ৬১.৫ ওভার। সফরকারী দল ৩৪.৩ ওভার এবং স্বাগতিক দল ২৭.২ ওভার। দুদলের সম্মিলিত রান ২৯৬। চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম (৪২*) এবং অধিনায়ক নুরুল হাসানের (২০*) ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি তিন ম্যাচের সিরিজে ১-০তে
এগিয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দলকে। মোহাম্মদ নাঈম ১৮, পারভেজ হোসেন ২৪ ও এনামুল হক ৩৮ রান করেন।
ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছিলেন বোলাররা। তিন পেসার শরীফুল ইসলাম (২/২৭), ম্যাচসেরা খালেদ আহমেদ (৩/২৭) ও ইবাদত হোসেন (২/৩৫) এবং বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম (৩/৪৫) মিলে সফরকারীদের ১০ উইকেট তুলে নেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল বুধবার একই ভেন্যুতে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ‘এ’ ১৪৭/১০, ৩৪.৩ ওভারে
(রাইস মারিউ ৪২, ডিন ফক্সক্রফট ৭২। শরীফুল ইসলাম ২/২৭, খালেদ আহমেদ
৩/২৭, ইবাদত হোসেন ২/৩৫,
তানভীর ইসলাম ৩/৪৫)।
বাংলাদেশ ‘এ’ ১৪৯/৩, ২৭.২ ওভারে
(মোহাম্মদ নাঈম ১৮, পারভেজ হোসেন ২৪, এনামুল হক ৩৮, মাহিদুল ইসলাম ৪২*,
নুরুল হাসান ২০*। ক্রিস্টিয়ান ক্লার্ক ২/৩০)।
ফল : বাংলাদেশ ‘এ’ ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : খালেদ আহমেদ।
