নুরুল-মাহিদুলের সেঞ্চুরিতে ‘এ’ দলের সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা মাহিদুল ইসলাম (১০৫) এবার সেঞ্চুরি করলেন ‘এ’ দলের হয়ে। তিন অঙ্কের দেখা পেলেন অধিনায়ক নুরুল হাসানও (১১২)। দুই সেঞ্চুরিতে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ২৫৭ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮৭ রানে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল নুরুল হাসানের দল। সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি শুক্রবার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে পারভেজ হোসেনকে (৮) হারায়। এরপর ৭৩ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম শেখ (৪০) ও এনামুল হক বিজয় (৩৯)। দুজনই ফিফটি ছুঁতে ব্যর্থ হন। এরপর চতুর্থ উইকেটে মাহিদুল ও নুরুল হাসান ২২৫ রানের বিশাল জুটি গড়েন। মাহিদুলের ১০৮ বলের ইনিংসে ছিল পাঁচটি ছয় ও সাতটি চারের মার। নুরুল হাসানের ১০১ বলের ইনিংসে রয়েছে সমান সাতটি করে চার ও ছক্কা। নিউজিল্যান্ডের ক্রিস্টিয়ান ক্লার্ক দুই উইকেট নেন।
জবাবে সফরকারীর দলের ওপেনার ডেল ফিলিপস (৭৯) ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আট ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ফিফটি ওই একটিই। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন মোসাদ্দেক হোসেন। দুটি করে উইকেট পান শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন।
