Logo
Logo
×

খেলা

এক ম্যাচে ১৫ ব্যাটার শূন্য রানে আউট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারী টি ২০ বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে শনিবার অভাবনীয় ও অভূতপূর্ব এক কাণ্ড ঘটিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দলটির ১০ ব্যাটারই রিটায়ার্ড আউট হয়েছেন! থাইল্যান্ডের ব্যাংককে কাতারের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ১৯২ রান করার পর একে একে রিটায়ার্ড আউট হয়ে যান আরব আমিরাত নারী দলের ১০ ব্যাটার। বৃষ্টির শঙ্কা থাকায় দ্রুত ম্যাচ শেষ করতে অলআউট হওয়ার এমন অভিনব কৌশল বেছে নেয় আরব আমিরাত। পরে কাতারকে মাত্র ২৯ রানে গুটিয়ে দিয়ে ১৬৩ রানের বিশাল জয় তুলে নেয় তারা। স্বীকৃত টি ২০ ক্রিকেটে এক দলের ১০ জনের রিটায়ার্ড আউটের প্রথম নজির এটি। আরব আমিরাতের ১০ ব্যাটারের মধ্যে আটজন রিটায়ার্ড আউট হন শূন্য রানে। আর কাতারের সাত ব্যাটার আউট হন শূন্য রানে। এক ম্যাচে ১৫ জনের শূন্য রানে ফেরাও একটি রেকর্ড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম