|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান থেকে আরব আমিরাত হয়ে নিরাপদে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। শুক্রবার রাতে বিশেষ বিমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে পৌঁছে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখান থেকে আরেকটি বিমানে কাল বিকালে ঢাকায় আসেন এই দুই ক্রিকেটার। দেশে ফিরে রিশাদ জানালেন, ভারত-পাকিস্তান যুদ্ধের খবর শোনার পর তারা আতঙ্কিত হয়ে পড়েন। সবার মধ্যে ভয় কাজ করছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই ক্রিকেটারকে ফিরিয়ে আনতে পিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছিল। নাহিদ-রিশাদের সঙ্গে দেশে ফিরেছেন টুর্নামেন্ট কভার করতে যাওয়া দুই সাংবাদিকও।
বিমানবন্দরে রিশাদ বলেন, ‘ভালোয় ভালোয় ফিরে এসেছি। ভালো লাগছে। যে পরিস্থিতি আমরা দেখেছি, একটু আতঙ্কিত তো হয়েছিলাম সবাই, ভয় কাজ করছিল। বিসিবি থেকে আমাদের খোঁজখবর নেওয়া হয়েছে নিয়মিত। পিসিবি ও পিএসএলে আমাদের দলও খোঁজ নিয়েছে, আমরা ভালো আছি কিনা।’ তিনি বলেন, ‘পরিবার সব সময় টেনশন করে বাইরে থাকলে। আর যখন শুনবে আশপাশে যুদ্ধ হচ্ছে, তখন তো টেনশন করবেই।’
নাহিদ রানা সম্পর্কে রিশাদ বলেন, ‘স্বাভাবিক, নাহিদ রানা ঘাবড়ে যায়। চুপচাপ ছিল। ওকে বলেছি টেনশনের কিছু নেই, আমরা দুজন একসঙ্গে আছি।’ অন্য বিদেশিদের সম্পর্কে তিনি বলেন, ‘ওরা চিন্তায় ছিল কিভাবে দেশে ফিরে যাবে। আমরা একসঙ্গে গল্প করেছি। ওরা মানসিকভাবে ভেঙে পড়েছিল।’ রিশাদ বলেন, ‘আমাদের ফ্লাইট ছাড়ার ২০ মিনিট পর এয়ারপোর্টে একটা মিসাইল আঘাত হানে। আমরা শকড। আল্লাহ ভালো চাইছেন। তাই আমরা দেশে ফিরে এসেছি।’ তিনি বলেন, ‘স্বাভাবিক, এরকম হলে একটু ভয় তো কাজ করবে। আবার যাব কিনা, সময়ই বলে দেবে। খেলার তো ইচ্ছা সব সময় থাকে। শিফট হয়ে যদি দুবাইয়ে আসে, যদি কন্টিনিউ হয়, চেষ্টা করব যেতে। আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই। সবাই বিষয়টা দেখেছে। সবার প্রতি কৃতজ্ঞ।’
