ক্লাসিকো জিতে শিরোপায় এক হাত বার্সেলোনার
বার্সেলোনা ৪, ৩ রিয়াল মাদ্রিদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাত গোলের থ্রিলারে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকেও শেষ রক্ষা হলো না রিয়াল মাদ্রিদের। রোববার বার্সেলোনার ডেরায় মৌসুম বাঁচানোর এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের শুরুটা ছিল স্বপ্নের মতো। এমবাপ্পের জোড়া গোলে ১৪ মিনিটের মধ্যে তারা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তখন মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের ধাক্কায় টালমাটাল বার্সা এবার লিগেও পথ হারাতে যাচ্ছে। কিন্তু এ মৌসুমে ঘুরে দাঁড়ানোর রাজা কাতালানরা ভেঙে না পড়ে লিখল প্রত্যাবর্তনের আরেকটি দারুণ গল্প। লা লিগার রবিবাসরীয় মহারণে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখল হান্সি ফ্লিকের দল। শুরুর ধাক্কা সামলে এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামালের গোলে ৩২ মিনিটের মধ্যেই সমতায় ফেরে বার্সা। এরপর ব্রাজিলীয় ফরোয়ার্ড রাফিনিয়ার জোড়া গোলে প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ৭০ মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের হ্যাটট্রিক গোলে লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত এল ক্লাসিকোয় টানা চতুর্থ হার এড়াতে পারেনি রিয়াল। এই হারে নিশ্চিত হয়ে গেল কোচ কার্লো আনচেলত্তির বিদায়ি মৌসুমে শিরোপাশূন্য থাকছে রিয়াল। ৩৫ ম্যাচ শেষে রিয়ালের (৭৫) চেয়ে সাত পয়েন্টে এগিয়ে বার্সা (৮২)। এখন বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই তারা চ্যাম্পিয়ন।
এল ক্লাসিকোর আগের দিন লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়ে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন আতলেতিকো মাদ্রিদের আলেকসান্দার সরলথ। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আতলেতিকোর ৪-০ ব্যবধানের জয়ে চারটি গোলই করেন নরওয়ের এই ফরোয়ার্ড। চার গোলের প্রথম তিনটি করেন তিনি ৭, ১০ ও ১১ মিনিটে। তাতেই ভেঙে যায় লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের ৯৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯২৯ সালে ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিকের রেকর্ডটি গড়েছিলেন কার্লেস বেস্তিত। ১৯৪১ সালে সেই রেকর্ড স্পর্শ করেন এদমুন্দো সুয়ারেজ। এবার ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়ার পর ৩০ মিনিটে চতুর্থ গোলটি করেন সরলথ। গত মৌসুমেও ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক ম্যাচে চার গোল করেছিলেন ২৯ বছর বয়সি সরলথ। লা লিগার ইতিহাসে সরলথ ছাড়া একাধিক ম্যাচে চার গোল করার কীর্তি আছে শুধু তিন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের। সরলথ-ঝড়ে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে আতলেতিকোর।
