Logo
Logo
×

খেলা

নতুন পেস বোলিং কোচ শন টেইট

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি ছিল। সোমবার সেটি হওয়ার আধা ঘণ্টার মধ্যে বিসিবি জানিয়ে দিল, নতুন পেস বোলিং কোচ হয়েছেন শন টেইট। এ মাসেই বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দেবেন তিনি। এই সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলারের সঙ্গে চুক্তি হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

সাবেক ডান-হাতি পেসার টেইটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। বিপিএলের দ্বিতীয় আসরে চিটাগংয়ের হয়ে খেলেছিলেন। গত আসরে চিটাগংয়ের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। তার দল বিপিএলের ফাইনালে খেলেছে। ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ৪২ বছর বয়সি টেইট সব ফরম্যাট মিলিয়ে ৫৯ ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। তার নামের পাশে রয়েছে ৯৫ আন্তর্জাতিক উইকেট।

তিনি বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা রোমাঞ্চকর। আমি উচ্ছ্বসিত।’ টেইট যোগ করেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এখনই ভালো সময়। নতুন যুগের শুরু বলা যায়।’ ‘বাংলাদেশ উন্নয়নশীল দল নয়। এখানে সবার প্রত্যাশা থাকে। প্রতিভা থাকে ভালো ফলের। দলের জন্য যেটা জয় বয়ে আনবে সেটাই বেশি গুরুত্ব পাবে,’ বলেছেন টেইট।

টেইট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও লংকা প্রিমিয়ার লিগে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটেও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম