Logo
Logo
×

খেলা

রেফারি লাঞ্ছিত, বাফুফে ঘুমিয়ে!

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাওনা অর্থ পরিশোধ করে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার ওপর মাঠে লাঞ্ছিত হচ্ছেন রেফারি। তবু কোনো রা নেই বাফুফের। রেফারিদের সম্মান ও দাবি-দাওয়া আদায়ের জন্য বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনেরও নেই কোনো প্রতিবাদ কর্মসূচি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে গত দুই সপ্তাহে রেফারিদের লাঞ্ছিত হওয়ার তিনটি ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল ফর্টিস মাঠে পিডব্লুডি ও ওয়ারীর ম্যাচের বিরতিতে দেখা যায় কয়েকজন কর্মকর্তাকে রেফারির ওপর চড়াও হতে। ওয়ারী ক্লাবের কর্মকর্তা কবীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রেফারির সঙ্গে বাজে ব্যবহার করায় প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দিতে দেখা যায়। সহকারী রেফারির কাছ থেকে পতাকা কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও বাফুফে ওয়ারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় কিছুদিন পরই গাজীপুরে বিসিএলের আরেক ম্যাচে রেফারি লাঞ্ছনার ঘটনা ঘটে। তবে এসব কিছু ছাপিয়ে যায় রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচে। রেফারি জিএম চৌধুরীকে খেলা শেষে বেদম প্রহার করা হয়। তিনি মাঠে লুটিয়ে পড়েন। এরপর আরেক দফা মারের শিকার হন। রেফারিদের সঙ্গে এমন ঘটনা ঘটার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনো বিচারের কোনো খবর নেই। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘তিনটি ঘটনাই ডিসিপ্লিনারি কমিটির কাছে রয়েছে। তারা বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত শাস্তি কার্যকর করবেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম