পাকিস্তান সফর
সরকারের সবুজ সংকেত পেল বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান সফরে যেতে অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের অনুমোদন পাওয়ার পর পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। ভারত-পাকিস্তান সংঘাত বাংলাদেশ দলের সফরকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। যুদ্ধবিরতির পর অনিশ্চয়তা কেটে যায়। এই সিরিজের প্রস্তুতির জন্য বুধবার আরব আমিরাতে যাওয়া বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে শারজায় দুটি টি ২০ ম্যাচ খেলবে।
এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ২৫ মে হওয়ায় পিসিবি প্রস্তাবিত নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান ২৭ ও ২৯ মে এবং ১ জুন ফয়সালাবাদে টি ২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলার পর লাহোরে শেষ দুটি ম্যাচ খেলবে ৩ ও ৫ জুন। পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে সরকারের আপত্তি নেই, মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে। বিসিবি এখন সরকারের চিঠি পাওয়ার অপেক্ষায়। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। যদি কেউ না যেতে চান, তাকে জোর করবে না বোর্ড। ক্রিকেটারদের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।
কাল বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের সবুজ সংকেত পেয়েছি। তবে এখনো চিঠি পাইনি। অপেক্ষায় আছি। প্রথম ধাপ পার করেছি। দ্বিতীয় ধাপে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা বাকি রয়েছে। নিরাপত্তার ব্যাপার। এজন্য কোনো ক্রিকেটারকে আমরা জোর করব না। ক্রিকেটারদের নিজস্ব ভাবনা থাকতেই পারে। পাকিস্তানে খেলা না খেলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা পাবে তারা।’ বুধবার সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ দল। সেখানেই আলোচনা করবেন বিসিবির প্রতিনিধিরা।
আরব আমিরাতে গেছেন ১৬ জন ক্রিকেটার। তাদের মধ্যে যদি দশজন পাকিস্তানে যেতে চান এবং বাকিরা রাজি না থাকেন, তখন কী হবে? এমন প্রশ্নের জবাবে ইফতেখার যুগান্তরকে বলেন, ‘আমাদের ক্রিকেটার কিন্তু ২৫-৩০ জন। বেশিরভাগ যেতে রাজি থাকলে, তখন বাকি যারা আছে তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। নিরাপত্তার ব্যাপারটি স্পর্শকাতর। ক্রিকেটাররা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা তাদের ওপর কিছু চাপিয়ে দেব না কিংবা বাধ্য করব না।’
এদিকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে কয়েকজন ক্রিকেটার জানিয়েছিলেন তারা পাকিস্তানে এই মুহূর্তে যেতে ভয় পাচ্ছেন। বিশেষ করে রিশাদ হোসেন ও নাহিদ রানার কাছ থেকে শুনে এ নিয়ে ভাবছেন ক্রিকেটাররা। বিসিবির ওপর ক্রিকেটারদের পূর্ণ আস্থা আছে।
