|
ফলো করুন |
|
|---|---|
প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগের শিরোপা জয়ের দোরগোড়ায় মোহামেডান। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার পথে এক পা বাড়িয়ে রাখল সাদা-কালোরা। জয়ী দলের হয়ে চার গোলের দুটি করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। বাকি দুই গোলও দুই বিদেশির-মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ও উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ। ১৮ ম্যাচের লিগে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জকে হারালে দুই ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়োৎসব করবে মতিঝিলের ক্লাবটি। তবে তার আগে আজ একই মাঠে ফর্টিস এফসির কাছে যদি আবাহনী হেরে যায়, তাহলে নিশ্চিত হয়ে যাবে মোহামেডানের শিরোপা জয়। তিন ম্যাচ বাকি থাকতে তখন দুদলের মধ্যে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ১০।
একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারায় ১০ জনের ব্রাদার্স ইউনিয়ন। জয়ী দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহ দুটি এবং উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকবির ও কৌশিক বড়ুয়া একটি করে গোল করেন। ফকিরেরপুলের একমাত্র গোলদাতা ভারতীয় ফরোয়ার্ড ব্যান ইব্রাহিম। ৫৭ মিনিটে তুরায়েভ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। এই জয়ে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রইল তারা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ফকিরেরপুল। কিংস অ্যারেনায় স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে পুলিশ। ফরোয়ার্ড দীপক রায় একমাত্র জয়সূচক গোলটি করেন। হারলেও ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে কিংস। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পুলিশ।
