Logo
Logo
×

খেলা

পারভেজের বিশেষ ইনিংস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তামিম ইকবালের নয় বছর পর বাংলাদেশের হয়ে আরেকটি টি ২০ সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। তামিম যখন সেঞ্চুরি করেছিলেন পারভেজের বয়স তখন ১৫। তামিম ২০২০ সালে সবশেষ আন্তর্জাতিক টি ২০ খেলে এই সংস্করণ থেকে অবসরে যান। তার দুই বছর পর জাতীয় দলে অভিষেক হয়েছে পারভেজের। ২০১৬ সালের পর আর কেউই এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করতে পারেননি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করে ড্রেসিংরুমে ফেরার পর তামিমের সেঞ্চুরির কথা মনে পড়েছে পারভেজের। শারজায় ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন পারভেজ। আন্তর্জাতিক টি ২০তে প্রায় ১৯ বছরের পথচলায় বাংলাদেশের মাত্র দ্বিতীয় শতরান এটি।

প্রথম ম্যাচের পর নিজের ইনিংস নিয়ে পারভেজ বলেন, ‘এটা আমার জন্য বিশেষ ইনিংস। আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। আমি চেষ্টা করেছি উইকেট বুঝে নিজের প্রক্রিয়ায় অটল থাকতে এবং এগিয়ে যেতে।’ ২০১৬ টি ২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তামিম। এতদিন ধরে নিঃসঙ্গ থাকা সাবেক ওপেনার একজন সঙ্গী পেলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পর। তামিমকে অনুসরণ করতেন পারভেজ। এই বাঁ-হাতি ব্যাটার বলেন, ‘ভালো লাগছে, সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে, তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে।’ তিনি বলেন, ‘তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। তার খেলা দেখতাম, ভালো লাগত। তার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে।’

প্রথম টি ২০তে পারভেজ ছাড়া আর কেউ ২০ রানও পার করতে পারেননি। ব্যাটিং সহায়ক উইকেট হলেও তা কাজে লাগাতে পারেননি অন্যরা। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টি ২০ ম্যাচ। প্রথম ম্যাচের দারুণ ব্যাটিং নিয়ে পারভেজ বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন চেষ্টা করছিলাম নিজের ইনটেন্ট না বদলাতে। আমি সব সময় আমার শক্তির জায়গায় বল পাওয়ার অপেক্ষা করেছি। তবে এটাও মাথায় ছিল যে, ইনিংসটা বড় করতে হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম