Logo
Logo
×

খেলা

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেনি ভারত

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার খবর সরাসরি উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নাকভি পাকিস্তানের একজন মন্ত্রী হওয়ায় জুনে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তান ক্রিকেটকে কোণঠাসা করতেই নাকি এমন কঠোর পদক্ষেপ। তবে এ নিয়ে তোলপাড় শুরুর পর বিসিসিআই জানায়, সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, এশিয়া কাপ নিয়ে কোনো আলোচনাই করেনি তারা।

ভারতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ। শেষ পর্যন্ত স্বাগতিকরা না খেললে বাতিল হয়ে যেতে পারে এশিয়া কাপ। তবে এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত। সেটাই নিশ্চিত করলেন বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া, ‘এশিয়া কাপ ও নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ভারতের সরে দাঁড়ানোর খবর পুরোপুরি ভিত্তিহীন। এখন পর্যন্ত বিসিসিআই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। আমরা এসিসিকে কোনো চিঠিও দিয়নি। এসিসি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম