বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
অদ্ভুত আবদার। শহীদ আফ্রিদিকে একবার এক বাংলাদেশি নারী ক্রিকেট ভক্ত অনুরোধ করেছিলেন, ‘আফ্রিদি, উইল ইউ প্লিজ ম্যারি মি?’ এবার শারজার গ্যালারিতে এক প্রবাসী সমর্থকের হাতে প্লাকার্ডে ইংরেজিতে লেখা ছিল- ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না।’ গত পরশু রাতে শারজায় বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি ২০ ম্যাচের সময় ওই টাইগার-ভক্তের এমন ব্যতিক্রমী চাওয়া দৃষ্টি কেড়েছে গ্যালারির দর্শকদের তো বটেই, আলোকচিত্রীদেরও।
তবে এই ভক্তের আবদার কবে পূরণ হবে, নাকি আইবুড়ো হয়ে তাকে কাটিয়ে দিতে হবে সারা জীবন, ধারাভাষ্যকারদের জন্য এটি হতে পারে মজার এক প্রশ্ন-উত্তর পর্ব!