Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন মোহামেডানকে স্বাগত জানাল বৃষ্টি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের পর মঙ্গলবার প্রথম মাঠে নেমেছিল চ্যাম্পিয়ন মোহামেডান। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ছিল তাদের ম্যাচ। প্রবল বৃষ্টির কারণে ১৬ মিনিট খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়। সাদা-কালোরা এগিয়েছিল ২-১ গোলে। তবে ম্যাচটি বাতিল হয়নি। আজ দুপুর ১টায় একই মাঠে ম্যাচের বাকি সময়ের খেলা শুরু হবে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পান মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ডানদিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড (১-০)। মিনিটতিনেক পর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে (২-০)। ১০ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড মোহামেডান গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ালে রহমতগঞ্জ ব্যবধান কমায় (১-২)। ১৬ মিনিট খেলা হওয়ার পর ঝড় ও বৃষ্টিতে ম্যাচ স্থগিত হয়ে যায়। এদিকে আগের রাউন্ডে শিরোপা রেস থেকে ছিটকে যায় কিংস। এরপর তাদের দেখতে হয়েছে মোহামেডানের শিরোপা উৎসব। কাল গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সকে তারা হারিয়েছে ৭-২ গোলে। চার গোল করেছেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। লিগে সব মিলিয়ে ১০ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের তারকা। অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ ব্যবধানে হারিয়েছে অবনমন ঝুঁকিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম