Logo
Logo
×

খেলা

বিস্ময় জাগানিয়া ব্যাখ্যাতীত হার

‘প্রতিটি হারই পীড়াদায়ক। তবে আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দল মাঝে মাঝে কিছু বিস্ময়কর ঘটনা ঘটায়। কিছু ব্যাখ্যাতীত হারে সংবাদের শিরোনাম হয়। গত পরশু রাতের ম্যাচের কথা ধরুন। ২০৫ রান করেও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ধরাশায়ী। টি ২০তে আইসিসির সহযোগী সদস্য দেশ লিটন দাসদের হাতে এমন বিদঘুটে হারের লণ্ঠন ধরিয়ে দেবে, এটা মেনে নেওয়া বাংলাদেশের ক্রিকেট অন্তঃপ্রাণ অনুরাগীদের পক্ষে অসম্ভব। বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের কীর্তি ইউএই’র জন্য অমৃততুল্য। ২০৬ তাড়া করে এক বল ও দুই উইকেটের ঐতিহাসিক জয়ে আনন্দে আটখানা হওয়ারই কথা তাদের। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষে এই জয়ের মাহাত্ম্য ইউএই’র মুকুটে আরেকটি পালক যোগ করেছে। এ নিয়ে আইসিসির পূর্ণ সদস্য চার দেশের বিরুদ্ধে জয়ের বিরল কীর্তি গড়ল তারা। যে জয়ে মরুদেশকে নেতৃত্ব দিলেন ৪২ বলে ৮২ রান করা অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। উলটোদিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস বড় ধরনের ঝাঁকুনি খেলেন খুদে ফরম্যাটে খুদে প্রতিপক্ষের কাছে অবাক করা হারে। ভাগ্যিস, দুই ম্যাচের টি ২০ সিরিজ তিন ম্যাচের সিরিজে রূপ নিয়েছে। তা না হলে ১-১ এ অমীমাংসিত থাকত সিরিজ। আজ শারজায় তৃতীয় ও শেষ টি ২০ জিতলে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেবে ২-১ এ। ইউএই’র এতে লজ্জার কিছু নেই। তারা তো আর হোয়াইটওয়াশ হচ্ছে না। দ্বিতীয় টি ২০তে অপ্রত্যাশিত হারের পর ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, ‘প্রতিটি হারই পীড়াদায়ক। তবে আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। রান তাড়া করার সময় উইকেট আরও ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। ফিল্ডিংয়ে আমরা ঈষৎ সুযোগ হারিয়েছি। মাঝের ওভারে বোলিং-শৈথিল্যও ভুগিয়েছে আমাদের। এরকম ছোট মাঠে, যেখানে শিশির-ফ্যাক্টর কাজ করে, আপনাকে খেলতে হবে হিসাব করে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম