Logo
Logo
×

খেলা

নাহিদ রানা যাচ্ছেন না পাকিস্তানে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পরদিন বুধবার সূচিও চূড়ান্ত হয়েছে। সিরিজের সব ম্যাচ হবে লাহোরে। তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হবে ২৮ মে। বাকি দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডান-হাতি পেসার নাহিদ রানা। পাকিস্তানে যাবেন না বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কিলিও।

বিসিবির ক্রিকেটার পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম নাহিদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে সেখানে আটকা পড়ে যান নাহিদ ও রিশাদ হোসেন। পরে বিশেষ বিমানে তারা পাকিস্তান ত্যাগ করেন। দেশে ফিরে ভীতিকর অভিজ্ঞতার কথা জানান তারা। নাজমুল আবেদীন বলেন, ‘সম্প্র্রতি পাকিস্তানে যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ ও রিশাদকে, তার প্রভাব পড়েছে ওদের ওপর। তাদের দোষ দেওয়া যায় না। মানসিক বিপর্যস্ততা থেকে হয়তো নাহিদ নিজেকে সরিয়ে নিয়েছে।’ মোস্তাফিজুর রহমান শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার পর দলের সঙ্গে যোগ দেবেন।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ বুধবার শেষ হয়েছে। আজ বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন দাসের দল। রোববার দলটি লাহোরে যাবে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছর টি ২০ বিশ্বকাপকে সামনে রেখে পরে দুই বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ চূড়ান্ত করা হয়। সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল পিছিয়ে যায়। নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। বাংলাদেশ সরকারের অনুমতি পাওয়ার পর খেলোয়াড়দের সম্মতি নিয়ে নতুন সূচিতে তিন ম্যাচের সিরিজ খেলতে রাজি হয় বিসিবি। সিরিজের জন্য বুধবার পাকিস্তান দল ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম