টি ২০ সিরিজ
বাংলাদেশের বিপক্ষে বাবরবিহীন পাকিস্তান নেই রিজওয়ানও
অবিশ্বাস্যভাবে সবশেষ সিরিজের স্কোয়াডের আটজন জায়গা পাননি এবারের দলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। চমকে ঠাসা দলে জায়গা হয়নি পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টি ২০ সিরিজেও দলে ছিলেন না বাবর ও রিজওয়ান। অভিজ্ঞ দুই ব্যাটারকে ফেরানো হয়নি বাংলাদেশের বিপক্ষেও। সেই ধারাবাহিকতায় এবার বাদ পড়লেন তারকা পেসার শাহিন আফ্রিদি। অবিশ্বাস্যভাবে সবশেষ সিরিজের স্কোয়াডের আটজন জায়গা পাননি এবারের দলে। শাহিন ছাড়াও বাদ পড়েছেন আবদুল সামাদ, জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, ওমর বিন ইউসুফ, সুফিয়ান মুকিম ও উসমান খান।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক মাসের মধ্যে নয় ম্যাচে চার সেঞ্চুরি করে নতুন করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে ফেরানো হয়েছে দলে। সাহিবজাদা ছাড়াও দলে ফিরেছেন ফখর জামান, সাইম আইয়ুব, হাসান আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, নাসিম শাহ, হুসাইন তালাত ও মোহাম্মদ ওয়াসিম। ২০১৮ সালে অভিষেকের পর গত ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা নয় টি ২০ ম্যাচে মাত্র ৮৬ রান করলেও এ বছর ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে আছেন সাহিবজাদা। ন্যাশনাল টি ২০ কাপে ৬০৫ রান করার পর চলতি পিএসএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৯৪ রান করেছেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। এ বছর স্বীকৃত টি ২০তে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বোচ্চ ৬০টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। সাহিবজাদা হতে পারেন বাংলাদেশের জন্য বড় হুমকি।
দল ঘোষণার পর কাল সিরিজের নতুন সূচিও জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৮ ও ৩০ মে ও ১ জুন সিরিজের তিনটি ম্যাচ হবে লাহোরে। এই সিরিজেই পাকিস্তানের সাদা বলের কোচ হিসাবে অভিষেক হবে মাইক হেসনের।
পাকিস্তান টি ২০ দল : সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।
