Logo
Logo
×

খেলা

রিয়ালের ১০ নম্বর

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা ১০ নম্বর হলেন লুকা মদরিচ। স্প্যানিশ ক্লাবের সঙ্গে ১৩ বছরের মায়ার বাঁধন ছিন্ন করে জার্সি বদলের সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রোয়েশীয় মিডফিল্ডার। আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছেন রিয়ালের হয়ে, এমন অন্য লিজেন্ড কারা? দেখে নেওয়া যাক-

রেমন্ড কোপা (১৯৫৬-৫৭)

পুসকাসের আগে ১০ নম্বর সাদা জার্সি গায়ে উঠেছিল এই ফরাসি স্ট্রাইকারের। রিয়ালের সেসময়ের স্বপ্নের আক্রমণভাগে জেনতো ও ডি স্টেফানোর পাশে খেলেছেন।

ফেরেঞ্চ পুসকাস (১৯৫৮-৬৪)

হাঙ্গেরি থেকে স্পেনে পালিয়ে আসার পর রিয়ালের হয়ে ২৪২ গোল করেছেন। মদরিচের সঙ্গে পুসকাসও রিয়ালের সেরা ‘১০’ হওয়ার জোর দাবিদার।

মানোলো ভেলাজকুয়েজ (১৯৬৫-৭১)

ও (১৯৭৬-৭৭)

নিজের সময়ে রিয়াল মাদ্রিদের মস্তিষ্ক ছিলেন। সাদা জার্সি গায়ে খেলে এই ‘১০ নম্বর’ ছয়টি ইউরোপিয়ান কাপ জিতেছেন।

গুন্টার নেটজের (১৯৭৩-৭৬)

এই জার্মান মিডফিল্ডার সরকারিভাবে ১০০ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসাবে। গোল করেছেন ১৩টি।

উলি স্টিয়েলেকে (১৯৭৯-৮০ ও ১৯৮১-৮৩)

বার্নাব্যুতে ইতিহাস গড়া আরেক জার্মান।

সত্তর ও আশির দশকে রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। স্প্যানিশ জায়ান্টদের হয়ে

৫০ গোল করেছেন ৩০৮ ম্যাচে।

গার্সিয়া হার্নান্দেজ (১৯৮০-৮১)

এই মিডফিল্ডার রিয়ালের হয়ে খেলেছেন ১২৮ ম্যাচ। জিতেছেন দুটি কাপ এবং দুটি লা লিগা শিরোপা।

আন্তনিও গার্সিয়া নাভাজাস (১৯৮০-৮১)

সেন্টার-ব্যাক। তার গায়ে উঠেছিল ১০

নম্বর জার্সি। একটি লিগ শিরোপা ছাড়াও দুটি

কাপ জিতেছেন রিয়ালের হয়ে।

গালিসিয়ান (১৯৮১-৮২) ও (১৯৮৪-৮৯)

রিয়ালের আরেক ‘নাম্বার টেন’ ক্লাবটির হয়ে চারটি লা লিগা শিরোপা ছাড়াও দুটি করে উয়েফা কাপ ও কোপা দেল রে জিতেছেন।

সালগুয়েরো (১৯৮৪-৮৫)

আরেক ডিফেন্ডার যার গায়ে ১০ নম্বর

জার্সি উঠেছিল। পেপে সালগুয়েরো পাঁচ

মৌসুমে দুটি করে লিগ খেতাব ও উয়েফা

কাপ জিতেছেন রিয়ালের হয়ে।

হুয়ান লোজানো (১৯৮৪-৮৫)

সেভিয়ায় জন্ম। বেড়ে ওঠা বেলজিয়ামে। দেশটির হয়ে ১৯৮২ স্পেন বিশ্বকাপে খেলেছেন।

মার্টিন ভাজকুয়েজ (১৯৮৫-৮৭) ও (১৯৮৯-৯০)

ছয়টি লিগ শিরোপা এবং দুটি করে কাপ ও উয়েফা কাপ জিতেছেন এই প্রতিভাধর ‘১০ নম্বর’।

লুইস ফিগো (২০০০-০৫)

ক্লাবের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত চুক্তিবদ্ধ খেলোয়াড়। রিয়ালের খেলোয়াড় হিসাবে

ব্যালন ডি’অর জেতা এই পর্তুগিজ মিডফিল্ডার একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দুটি

লা লিগা খেতাব জেতেন।

রবিনহো (২০০৫-০৯)

কাদিজের বিপক্ষে ম্যাচে ঐতিহাসিক অভিষেক হয় তার।

মেসুত ওজিল (২০১১-১৪)

২০১০ বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর বার্নাব্যুতে পাড়ি দেওয়া এই মিডফিল্ডার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে প্রাণঘাতী জুটি গড়ে তুলেছিলেন। তিন বছরে ৮০টি অ্যাসিস্ট তার প্রমাণ।

হামেস রদ্রিগেজ (২০১৪-১৭)

লুকা মদরিচের আগে রিয়ালের শেষ ‘১০

নম্বর’। বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে চোখ

ধাঁধানো নৈপুণ্যের পর মাদ্রিদে আসেন।

তার নৈপুণ্যে শুরু হয় ভাটার টান।

মার্কা থেকে (সংক্ষেপিত)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম