Logo
Logo
×

খেলা

তিনদিনেই হারল জিম্বাবুয়ে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২২ বছর পর ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। ট্রেন্টব্রিজে চারদিনের একমাত্র টেস্টে পাঁচ সেশনের মধ্যে দুবার জিম্বাবুয়েকে অলআউট করে একদিনেরও বেশি বাকি থাকতে ইংল্যান্ড জয়ী হলো ইনিংস ও ৪৫ রানের বিশাল ব্যবধানে। শনিবার তৃতীয়দিনে অফ-স্পিনার শোয়েব বশির জিম্বাবুয়ের প্রতিরোধ ভেঙে দেন দ্বিতীয় ইনিংসে ৮১ রানে ছয় উইকেট নিয়ে। এ নিয়ে টেস্টে চতুর্থবার পাঁচ উইকেটের গর্বিত মালিক হলেন বশির। ২২ বছর পূর্ণ হওয়ার আগে কোনো ইংল্যান্ড বোলারের এটাই সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির। ম্যাচে নয় উইকেট নেওয়া (প্রথম ইনিংসে ৩/৬২) বশিরই ট্রেন্টব্রিজ টেস্টের সেরা খেলোয়াড়।

শন উইলিয়ামস ৮২ বলে ৮৮ ও সিকান্দার রাজা ৬৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস উপহার দিলেও ইনিংস হার এড়াতে পারেনি ফলো-অনে পরা জিম্বাবুয়ে। দুজনই ফেরেন ম্যাচসেরা বশিরের অফ-স্পিনে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম টেস্ট

সেঞ্চুরির রেকর্ড গড়া ব্রায়ান বেনেট দ্বিতীয়

ইনিংসে করেন মাত্র এক রান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস ৫৬৫/৬ ডিক্লেয়ার

(জ্যাক ক্রলি ১২৪, বেন ডাকেট ১৪০, ওলি পোপ ১৭১। ব্লেসিং মুজারাবানি ৩/১৪৩)।

জিম্বাবুয়ে প্রথম ইনিংস ২৬৫ (ব্রায়ান বেনেট ১৩৯, ক্রেগ আরভিন ৪২, শন উইলিয়ামস ২৫।

গাস অ্যাটকিনসন ২/৫৮, শোয়েব বশির ৩/৬২,

বেন স্টোকস ২/১১)।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস (ফলো-অন) ২৫৫ (বেন কারেন ৩৭, শন উইলিয়ামস ৮৮, সিকান্দার রাজা ৬০, ওয়েসলি মাধেভেরে ৩১। শোয়েব বশির ৬/৮১)। ফল : ইংল্যান্ড ইনিংস ও ৪৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শোয়েব বশির (ইংল্যান্ড)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম