Logo
Logo
×

খেলা

যেসব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে বিসিবি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো টিকিট বিক্রির লভ্যাংশ দেবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। ঈদের আগেই তাদের লভ্যাংশ দেওয়া হবে। তবে এই অর্থ শুধু তারাই পাবে, যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময়মতো পরিশোধ করেছে এবং তার প্রমাণপত্র জমা দিয়েছে। সোমবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একাধিকবার নোটিশ দেওয়ার পরও যেসব ফ্র্যাঞ্চাইজি এখনো খেলোয়াড়দের পারিশ্রমিক মিটিয়ে দেয়নি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। গতকালের সভায় বিপিএলের ১১তম আসরে খেলা দেশি-বিদেশি ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিসিবি জানিয়েছে, টিকিট বিক্রির লাভ থেকে প্লে-অফে ওঠা চারটি দল পাবে ৫৫ লাখ টাকা করে। বাকি তিনটি দল পাবে ৪৫ লাখ টাকা করে। ঈদুল আজহার আগেই এই টাকা দেওয়া হবে। এবারই প্রথম বিসিবি টিকিট বিক্রির আয়ের অংশ দলগুলোর সঙ্গে ভাগ করছে। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলো শুধু স্পন্সর ও নিজের উদ্যোগ থেকে আয় করত। এই উদ্যোগের উদ্দেশ্য, দলগুলোকে সময়মতো খেলোয়াড়দের টাকা দেওয়ার জন্য উৎসাহিত করা। এতে দলগুলোর পেশাদারিত্ব বাড়বে বলে আশা বিসিবির।

এদিকে বিসিবির পরিচালনা পর্ষদের সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। আগামী ৩১ মে’র এই সভা থেকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বোর্ড সভা স্থগিত করা হয়। এরপর জরুরি সভা ডাকা হয়েছিল অনলাইনে। তবে সেটা ছিল অডিট রিপোর্টকেন্দ্রিক। এবারের সভায় রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা।

বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে নেওয়া হতে পারে সবার মতো। নতুন করে কমিটি গঠন হতে পারে এদিন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হলেও ক্লাবগুলোর বাধায় তা আটকে যায়। এছাড়া দুর্নীতির ইস্যুতে দুদকের অনুসন্ধান নিয়ে আলোচনা হতে পারে সভায়। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনিয়ম করে আসা ১৮টি ক্লাব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম