Logo
Logo
×

খেলা

আবাহনীই রানার্সআপ

একদিনে চার ম্যাচে ২৩ গোল তিনটি হ্যাটট্রিক

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রিমিয়ার লিগে একদিনে চার ম্যাচে গোল হয়েছে ২৩টি। এর মধ্যে তিনটি হ্যাটট্রিক। মোহামেডান অধিনায়ক মালির সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকসহ পাঁচ গোল, রহমতগঞ্জের ঘানার ফরোয়ার্ড বোয়েটেং ও কিংসের ফরোয়ার্ড শেখ মোরসালিনের একটি করে হ্যাটট্রিক। মঙ্গলবার গাজীপুরে মোহামেডান ৬-১ গোলে ফকিরেরপুলকে, কুমিল্লায় ঢাকা আবাহনী ৩-০ গোলে ব্রাদার্সকে, মুন্সীগঞ্জে রহমতগঞ্জ ৪-১ গোলে পুলিশকে এবং কিংস অ্যারেনায় ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়েছে স্বাগতিক কিংস। ঢাকা আবাহনী এদিন প্রিমিয়ার লিগে রানার্সআপ হলো। ড্র করলেই রূপালী ট্রফি নিশ্চিত হতো। জিতেই ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো তারা। কুমিল্লায় লিগের শেষ ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। এখন তারা অপেক্ষায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার। মোহামেডান চ্যাম্পিয়ন হলেও লাইসেন্স নেই তাদের। ক্লাব আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘গত ২৫ এপ্রিল শেষদিন আমরা লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছি। তাই রানার্সআপ হওয়ায় ওই লিগে খেলার প্রত্যাশা করি।

শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল মোহামেডানের। শেষ তিনটি ম্যাচ ছিল তাদের জন্য আনুষ্ঠানিকতার। নিজেদের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৬-১ গোলে বিধ্বস্ত করে তারা। দিয়াবাতে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন। এ নিয়ে লিগে দিয়াবাতের ১৯ গোল হলো। এ তথ্য দিয়েছেন কোচ আলফাজ আহমেদ। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়নরা। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ ৪-১ গোলে হারায় পুলিশকে। স্যামুয়েল বোয়েটেং হ্যাটট্রিক করেন। এ নিয়ে ২১ গোল করে গোল্ডেন বুট জয় নিশ্চিত করেছেন এই ঘানাইয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ কামাল বাবু। ৩০ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ হয়েছে পুরান ঢাকার ক্লাবটি। কিংস অ্যারেনায় শেখ মোরসালিনের হ্যাটট্রিকের সুবাদে স্বাগতিকরা ৫-৩ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ৩২ পয়েন্ট নিয়ে প্রথমবার লিগ টেবিলের তৃতীয় হলো কিংস। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর (৩ পয়েন্ট) সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগে অবনমন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্সের (১০ পয়েন্ট)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম