Logo
Logo
×

খেলা

দাদির জন্য ইয়ামালের অপেক্ষা

২০৩১ পর্যন্ত বার্সায় বিস্ময় বালক

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধারণা করা হচ্ছিল, আগামী ১৩ জুলাই লামিনে ইয়ামালের ১৮তম জন্মদিনে স্প্যানিশ বিস্ময়ের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেবে বার্সেলোনা। তবে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে মঙ্গলবার রাতেই নতুন চুক্তি সেরে ফেলেছে দুই পক্ষ। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো। এছাড়া আনসু ফাতি চলে গেলে ১০ নম্বর জার্সি গায়ে উঠবে ইয়ামালের। পারফরম্যান্স ভালো হলে ১৮ বছর বয়সেই সর্বোচ্চ পারিশ্রমিকের হাতছানি। এমন চোখ ধাঁধানো একাধিক প্রণোদনা রাখা হয়েছে ইয়ামালের নতুন চুক্তিতে।

বার্সেলোনায় ১৭ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গারের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের জুনে। তবে এ মৌসুমে ইয়ামালের যে জাদুকরী পারফরম্যান্স, তাতে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি অবধারিত ছিল। কয়েকদিন আলোচনার পর মঙ্গলবর রাতে বার্সেলোনা জানায়, চুক্তিপত্রে সই করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ২০৩১ সালের জুনে নতুন চুক্তির মেয়াদ যখন শেষ হবে, ইয়ামালের বয়স হবে তখন ২৩ বছর। এ মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল জেতানোর পথে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি তিনি সহায়তা করেছেন ২৫ গোলে। প্রতিভা ও স্কিল দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে ১৭ বছর বয়সেই তৈরি করেছেন ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা। এমন একজনকে তো ক্লাব ধরে রাখতে চাইবেই।

ইয়ামালের সঙ্গে নতুন চুক্তির পর বার্সেলোনার ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘লেটস ডান্স আনটিল ২০৩১।’ তবে প্রথাগতভাবে চুক্তি স্বাক্ষরের কোনো ছবি প্রকাশ করা হয়নি। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, ইয়ামালের দাদি ফাতিমা এদিন উপস্থিত থাকতে না পারায় আনুষ্ঠানিক কোনো ছবি তোলা হয়নি। পরিবারের প্রিয় সদস্য দাদিকে ছাড়া ছবি তুলতে চাননি ইয়ামাল। ১৩ জুলাই ইয়ামালের ১৮ বছর পূর্ণ হওয়ার দিনে তার দাদির উপস্থিতিতে চুক্তির আনুষ্ঠানিক রূপ প্রকাশ্যে আসবে।

চুক্তির বিস্তারিত অনেক কিছু স্বাভাবিকভাবেই প্রকাশ করা হয়নি এখনো। স্প্যানিশ মিডিয়ার খবর, নতুন চুক্তির প্রথম মৌসুমে কর পরিশোধের পর বছরে আট মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ইয়ামাল। এরপর প্রতি মৌসুমে দুই মিলিয়ন ইউরো করে বেতন

বাড়বে। ব্যালন ডি’অর জিততে পারলে বিশেষ বোনাসের ব্যবস্থা থাকছে চুক্তিতে। এছাড়া সুনির্দিষ্ট পারফরম্যান্সভিত্তিক অনেক বোনাস আছে চুক্তিতে, যেগুলো পূরণ করতে পারলে ইয়ামাল হবেন বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম