Logo
Logo
×

খেলা

অক্রিকেটীয় আচরণ ক্রিকেট মাঠে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ইনিংসের শেষদিকে রান বাড়ানোয় মনোযোগী ছিলেন পেসার রিপন মণ্ডল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০৫তম ওভারে শেপো এনটুলির বলে এগিয়ে এসে ছক্কা মারেন রিপন। হুট করে উইকেটের মাঝখানে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই ব্যাটার ও বোলার। এনটুলি রিপনকে ধাক্কা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনটুলি। প্রোটিয়া বোলারকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন বাংলাদেশি পেসার। রিপনকে মাটিতে প্রায় ফেলেই দিয়েছিলেন এনটুলি। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে খেলোয়াড় ও আম্পায়াররা এগিয়ে আসেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয়দিনের ঘটনা এটি।

বুধবার সাত উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করা বাংলাদেশ লেজের ব্যাটারদের লড়াইয়ে ৩৭১ রান তোলে। জবাবে প্রোটিয়ারা ছয় উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে। চার উইকেট হাতে রেখে সফরকারীরা ২১৯ রানে পিছিয়ে। দুটি উইকেটও নিয়েছেন রিপন। তার আগে ইফতেখার রহমানের সেঞ্চুরির পর নড়বড়ে নব্বইয়ে (৯১) আউট হন মঈন খান। এনটুলি তিন উইকেট নেন। সর্বোচ্চ চার উইকেট পান আনডিলে মকগাকানের। এমন ঘটনা কাম্য নয় বলে মনে করছেন আম্পায়াররা। শাস্তি কী হতে পারে জানতে চাইলে ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেন, ‘এই ঘটনা নিয়ে অবশ্যই আম্পায়ার রিপোর্ট দেবেন। এরপর পর্যালোচনা ও শুনানির পর সিদ্ধান্ত হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম