|
ফলো করুন |
|
|---|---|
এ যেন চক্র পূরণ। ক্যারিয়ারের শেষ প্রহরে আনহেল দি মারিয়া ফিরে গেলেন শিকড়ে। মাত্র চার বছর বয়সে ছোট ছোট পায়ে যে ক্লাবে পা রেখেছিলেন, যেখানে ফুটবলে তার হাতেখড়ি এবং পপশাদার ক্যারিয়ার শুরু ৩৭ বছর বয়সে সেই রোজারিও সেন্ট্রালে ফিরলেন বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী আর্জেন্টাইন উইঙ্গার। এক বছরের চুক্তিতে দি মারিয়ার ঘরে ফেরার খবর জানিয়ে আর্জেন্টিনার ক্লাবটি একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘একসঙ্গে আমাদের ইতিহাসে আরও পাতা আছে ঠেখার জন্য। ঘরে স্বাগত।’
বেনফিকার হয়ে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলে নতুন অধ্যায় শুরু করবেন গত বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো দি মারিয়া। ২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল থেকে তিনি পাড়ি জমান পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পিএসজি ও জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবে খেলে ২০২৩ সালে বেনফিকায় ফিরে নিজের ইউরোপিয়ান চক্র পূরণ করেন দি মারিয়া। ইউরোপে ১৮ বছরের পথচলায় ৩০টি শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন জাদুকর। ক্লাব বিশ্বকাপ শেষে রোজারিও সেন্ট্রালের জার্সিতে মহাকাব্যের শেষ অধ্যায় লিখবেন দি মারিয়া।
