Logo
Logo
×

খেলা

সাবালেঙ্কার সহজ জয়

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়েদের শীর্ষবাছাই আরিনা সাবালেঙ্কা সহজেই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। সেইসঙ্গে তৃতীয় রাউন্ডের বাধা টপকালেন সাবেক একনম্বর ইগাশিয়নটেকও। পুরুষদের এককে পুরো পাঁচ সেট লড়াই করে জিততে হলো দুই বাছাই খেলোয়াড় হোলগার রুন ও টমি পলকে। তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ার অবাছাই খেলোয়াড় ওলগা দানিলভিচ। তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী শীর্ষবাছাই সাবালেঙ্কা জিতলেন ৬-২, ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পান গত তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়নটেকও। রুমানিয়ার অবাছাই খেলোয়াড় জ্যাকলিন ক্রিস্টিয়ানের বিপক্ষে শিয়নটেক জীয় হন ৬-২, ৭-৫ গেমে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম