Logo
Logo
×

খেলা

বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন যুগান্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঁচ ম্যাচে দৈনিক যুগান্তর গোল খেয়েছে মাত্র একটি। বিপরীতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে নয়বার। ছোট্ট এই পরিসংখ্যানই বলে দেয় যুগান্তরের পারফরম্যান্স। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে যুগান্তর। দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সে রোববার পল্টন আউটার মাঠে ফাইনালে তারা এটিএন বাংলার বিপক্ষে ২-০ গোলে জয় পায়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে যুগান্তরের খেলোয়াড়রা।

বৃষ্টিস্নাত আরেকটি দিনে মিডিয়া কাপ ফুটবল জমে ওঠে। একই দিনে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে ঢাকা ট্রিবিউনের বিপক্ষে ২-১ গোলে জয় পায় যুগান্তর। এরপর ফাইনালে এটিএন বাংলা পাত্তাই পায়নি। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে যুগান্তর। একই সঙ্গে এটিএন বাংলার গোলকিপার দারুণ কিছু সেভ করেন। জ্যোতির্ময় মন্ডলের পাস থেকে দূরপাল্লার দারুণ এক শটে দলকে প্রথম উল্লাসে ভাসান সাদ্দাম হোসেন ইমরান। ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে যুগান্তর। দ্বিতীয়ার্ধে আরও দাপুটে ফুটবল খেলে চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝহারুল ইসলামের চোখ ধাঁধানো পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন যুগান্তরের ফরোয়ার্ড জ্যোতির্ময় মন্ডল। এর আগে রফিকুল ইসলামের কয়েকটি জোরাল শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। ডিফেন্ডার চমং মারমা অসাধারণ নৈপুণ্যে দর্শকদের মন জয় করে নেন। ডিফেন্ডার হামিদ বিশ্বাস, নিরব হেলাল, সাহাদাতুর রহমান ও দ্বিতীয় গোলকিপার আবদুল্লাহ আল মামুন নিজেদের পারফরম্যান্সের ছাপ রাখেন। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে যুগান্তর। ফাইনাল অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাদ্দাম হোসেন ইমরান। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম। টুর্নামেন্টে তিনি যৌথভাবে সর্বোচ্চ চার গোল করেন। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন যুগান্তরের একে সালমান। দলের ম্যানেজার ছিলেন মনির হোসেন।

দেশের শীর্ষস্থানীয় ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে গত আসরে রানার্সআপ হয়েছিল যুগান্তর। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএ’র সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ’র সাধারণ সম্পাদক এসএম সুমন। ট্রফি জয়ের পর যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার খেলোয়াড়দের মিষ্টিমুখ করান ও ফুলেল শুভেচ্ছা জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম