Logo
Logo
×

খেলা

২৩ মাস পর ইবাদত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ দলের ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান। চোট কাটিয়ে ২৩ মাস পর টেস্ট দলে ফিরেছেন ডান-হাতি পেসার ইবাদত হোসেন। ইনজুরির কারণে ফেরা হয়নি তাসকিন আহমেদের। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৭ জুন, গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোয়। বাংলাদেশ দল ১৩ জুন ঢাকা ছাড়বে। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তই। ২০২৪ সাল থেকে নেতৃত্বের দায়িত্বে থাকা নাজমুলকে আরও এক বছরের জন্য টেস্ট অধিনায়ক হিসাবে বহাল রেখেছে বিসিবি। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়ক হিসাবে রাখা হয়েছে। শান্ত-মিরাজ জুটি গত মৌসুমেও দলকে নেতৃত্ব দিয়েছেন।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম