Logo
Logo
×

খেলা

তামিমরা দেখলেন হামজাদের খেলা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যালারিতে বসে হামজাদের ম্যাচ দেখলেন ক্রিকেটাঙ্গনের বাসিন্দারা। মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ শুরুর অনেক আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাজির হন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। খেলা দেখেছেন বিসিবির পরিচালক মাহবুবুল আনাম, সাবেক ক্রিকেটার তামিম ইকবালও।

এদিকে তরুণ ক্রিকেটার জিসান আলম ছিলেন দক্ষিণ-পশ্চিম গ্যালারিতে। বৃষ্টির মধ্যে মাঠে হাজির হন ক্রিকেটার নাঈম ইসলাম। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার একসঙ্গে মাঠে প্রবেশ করেন।

সাবেক ফুটবলারদের আনন্দ

হাতে একটি টিকিট। এতেই আনন্দ যেন ধরে না সাবেক ফুটবলারদের। হামজাদের ম্যাচ নিয়ে যখন দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা, টিকিট নিয়ে হাহাকার, তখন একটি করে টিকিট পেয়েই যেন চাঁদ হাতে পেয়েছেন তারা। সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে টিকিট হাতে নিয়ে পোজ দেন। গাফফারের কথা, ‘গত ১৬ বছর বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের সময় একটি টিকিট দিয়েও আমাদের মূল্যায়ন করা হয়নি। তখন সাবেক ফুটবলার হিসাবে খুব লজ্জাবোধ হতো। নতুন সভাপতি তাবিথ আউয়ালের সময় আমাদের মূল্যায়ন করা হয়েছে। অন্তত একটি টিকিট তো পেয়েছি। মাঠে বসে খেলা দেখতে পারব, এটাই আত্মতৃপ্তি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম