Logo
Logo
×

খেলা

রাবাদার পর স্টার্ক এবং খাজার লজ্জা, স্মিথের রেকর্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডে এটি ৫৬১তম টেস্ট ম্যাচ। আর এই প্রথম দুই দলের দুই ওপেনার শূন্য রানে আউট হলেন। অস্ট্রেলিয়ার উসমান খাজা ও দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। দুজনই নিজ নিজ দলের এক নম্বর ব্যাটার। প্রথম ওভারেই উইকেট পেলেন কাগিসো রাবাদা এবং মিচেল স্টার্ক। লর্ডসে বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথমদিন উইকেট পড়েছে ১৪টি। মাত্র ৫৬.৪ ওভারে ২১২ রানে অলআউট অস্ট্রেলিয়া। তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি করেছেন রাবাদা। একাই নিয়েছেন পাঁচ উইকেট। মেঘাচ্ছন্ন আকাশের নিচে টস জিতে অসিদের ব্যাট করতে পাঠান প্রোটিয়াদের দলপতি টেম্বা বাভুমা। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। প্রথমদিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ৪৩ রানে হারিয়েছে চার উইকেট। প্রথম ইনিংসে তারা পিছিয়ে ১৬৯ রানে।

এদিন দুই অসি ব্যাটারের দুরকম কীর্তির সাক্ষী হয়ে থাকল লর্ডস। স্টিভেন স্মিথ ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে নতুন নজির তৈরি করলেন। এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৮ বার ৫০ কিংবা তার বেশি রানের ইনিংস খেললেন সাবেক অসি অধিনায়ক স্মিথ। সেই সঙ্গে টপকে গেলেন অ্যালান বোর্ডার ও ভিভ রিচার্ডসকে। এই দুজনই ইংল্যান্ডের মাটিতে টেস্টে ৫০ কিংবা তার বেশি রানের ইনিংস খেলেছেন ১৭টি করে। স্মিথের ১৮টি ইনিংসের মধ্যে সেঞ্চুরি আটটি। লর্ডসে ছয় টেস্টে তার রান এখন ৫৯১। বিয়াউ ওয়েবস্টার সর্বোচ্চ ৭২ রান করেন।

অন্যদিকে ২০ বল খেলে শূন্য রানে আউট হয়ে লজ্জার নজির তৈরি করলেন উসমান খাজা। অসি ক্রিকেটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তিনি এখন যুগ্মভাবে তৃতীয় স্থানে। তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি শূন্য রানে আউট হয়েছিলেন ২২ বল খেলে। দ্বিতীয় স্থানে শন মার্শ ২১ বল খেলে শূন্য রানে আউট হন। ২০ বল খেলে শূন্য রানে আউট হওয়া প্রথম অসি ব্যাটার স্যামি জোন্স। এবার তার পাশে বসলেন খাজা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম