Logo
Logo
×

খেলা

সেনেগালের ইতিহাস ভূপাতিত ইংল্যান্ড

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচের সবকটিই জিতেছে ইংল্যান্ড। কিন্তু প্রীতি ম্যাচে ভীষণ অপ্রীতিকর এক অভিজ্ঞতা হলো তাদের। আফ্রিকার প্রথম দল হিসাবে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল সেনেগাল। মঙ্গলবার রাতে নটিংহামের সিটি গ্রাউন্ডে অধিনায়ক হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়েও সেনেগালের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। আফ্রিকার দেশগুলোর বিপক্ষে ২২ ম্যাচে এটাই তাদের প্রথম হার। টমাস টুখেলের কোচিংয়ে এই প্রথম হারের তেতো স্বাদ পেল ১৯৬৬র বিশ্ব চ্যাম্পিয়নরা। সেনেগালের স্মরণীয় জয়ে একটি করে গোল করেন ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও শেখ সাবালি। ঘরের মাঠে হেরে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে কেইন, বেলিংহামদের।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে এদিন পুচকে মাল্টাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাই ও ডনিয়েল মালেন করেন জোড়া গোল। একপেশে ম্যাচে জোড়া লক্ষ্যভেদে ডাচদের হয়ে রবিন ফন পার্সির সর্বোচ্চ ৫০ গোলের রেকর্ড ছুঁয়েছেন ডিপাই।

গ্রুপের অপর ম্যাচে ফিনল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে লেওয়ানডোস্কিবিহীন পোল্যান্ড। সম্প্রতি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে পোল্যান্ডের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন বার্সেলোনা তারকা রবার্ট লেওয়ানডোস্কি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম