Logo
Logo
×

খেলা

ওডিআইতে এখন মিরাজ-রাজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন ফরম্যাটে এখন বাংলাদেশ দলের তিন অধিনায়ক। লাল বলের ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক লিটন দাস (টি ২০) ও মেহেদী হাসান মিরাজ (ওয়ানডে)। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মিরাজ আগামী ১২ মাসের জন্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনোনীত হয়েছেন।

২৭ বছর বয়সি এই অলরাউন্ডার নাজমুলের স্থলাভিষিক্ত হলেন। আগামী মাসে শ্রীলংকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে পূর্ণকালীন অধিনায়ক হিসাবে শুরু হবে মিরাজের নতুন পথচলা। এর আগে নাজমুলের অনুপস্থিতিতে চারটি ওডিআইতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ।

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের ১৭তম ওয়ানডে অধিনায়ক। সবচেয়ে সফল মাশরাফি মুর্তজা ৮৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন ৫০ ম্যাচে। সবশেষ ওয়ানডে অধিনায়ক নাজমুলের নেতৃত্বেও ভালো করতে পারেনি বাংলাদেশ। নাজমুল ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাতে বাংলাদেশের জয় মাত্র চারটিতে। বাকিগুলোয় হার।

ওয়ানডে অধিনায়ক থাকবেন কি না, এ বিষয়ে জানতে চাইলে কাল সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘আমি টি ২০ ফরম্যাটে নিজে থেকেই ক্যাপ্টেন থাকতে চাইনি। বোর্ড সব ফরম্যাটেই লম্বা সময়ের জন্য অধিনায়ক করার কথা ভাবছে। ওয়ানডেতেও হয়তো বিসিবি ভালো পরিকল্পনা করবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার ক্ষমতা এবং দলকে অনুপ্রাণিত করা, মাঠে তার প্রাণবন্ত উপস্থিতি, তাকে ওয়ানডে অধিনায়কের পদে একজন আদর্শ প্রার্থী হিসাবে সামনে নিয়ে এসেছে বলে বোর্ড মনে করে।’

১০৫ ওডিআইতে ১,৬১৭ রান ও ১১০ উইকেটের মালিক মিরাজ বর্তমানে অলরাউন্ডারদের আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ে রয়েছেন চতুর্থ স্থানে। ওডিআইতে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জন করা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ রফিক, মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে অভিজাত ক্লাবের সদস্য মিরাজ। পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বোর্ড আমার ওপর এই দায়িত্ব অর্পণ করেছে। আমার জন্য এটা অনেক বড় সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। আমার ওপর আস্থা রাখায় বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ।’ মিরাজ যোগ করেন, ‘এই দলের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। নির্ভীক ক্রিকেট খেলার মতো প্রতিভা আছে আমাদের। আমি চাই আমরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে খেলি এবং দেশকে নিজেদের সেরাটা দেওয়া অব্যাহত রাখি।’

সবশেষ ২০২২ সালে তিন সংস্করণে আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। তখন টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি ২০ দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কত্ব অবশ্য নতুন নয় মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই তখন পর্যন্ত নিজেদের সেরা সাফল্য, তৃতীয় হয় বাংলাদেশ। বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও অধিনায়কত্ব করেছেন মিরাজ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম