সাকিবের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘সাকিব ও আমি একসঙ্গে এই সেদিন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছি একই দলে। সেসময় তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে আমার। সাকিবও মন থেকে চান বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। তিনি বলেছেন, বাংলাদেশ দলের সবাই যখন একসঙ্গে পারফর্ম করে, তখন ফল আমাদের অনুকূলে হয়।
সাকিব আল হাসানের নেতৃত্বে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। অনেকদিন ধরে সাকিব দলের বাইরে। গত অক্টোবরের পর আর খেলা হয়নি তার বাংলাদেশের হয়ে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে। কাল সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার অনেক কথা হয়েছে।’
